কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : মসজিদের বাচ্চাদের ধমক দেওয়া যাবে কি?

উত্তরকমলমতি শিশুদের সর্বদায় ভালোবাসা আর আদর যত্ন দিয়ে মানুষ করতে হবে। তাদের সাথে কখনো রুষ্ঠ আচরণ করা যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করল না, সে আমাদের দলভুক্ত নয়’ (মুসনাদে আহমাদ, হা/৬৭৩৩; মিশকাত, হা/৪৯৭০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন, তখন হাসান ও হুসায়ন তাঁর পিঠে চড়তেন। তারা যখন তাদের বাধা দিতে চাইতো, তখন তিনি ইঙ্গিত করতেন, তোমরা তাদের ছেড়ে দাও। যখন তিনি ছালাত শেষ করতেন, তখন তাদের কলে রাখতেন আর বলতেন, যে আমাকে ভালোবাসে সে যেন এদের ভালোবাসে (মুসনাদে ইবনু আবি শায়বা, হা/৩৯৮; সিলসিলা ছহীহা, হা/৩১২)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেয়ে বড় পরহেজগার আর কে আছে। তিনি যদি ছালাতরত অবস্থায় বাচ্চা কলে করে নিয়ে ছালাত আদায় করতে পারেন, তাহলে আমরা কেন আমাদের বাচ্চাদের মসজিদে নিয়ে গেলে ধমক দিব, তাদের নিয়ে ছালাত আদায় করতে পারব না?। তবে, এমনিতে দুষ্টুমি লাফালাফি করে পরিবেশ নষ্ট করলে, পরিবেশ ঠিক করার জন্য সর্তক করতে পারে।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine