কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): জনৈক ব্যক্তি ভুল করে ফরয ছালাতে ইমামের আগে সিজদা থেকে মাথা তুলে ফেলে, পরে ইমাম ওঠার আগেই আবার সিজদা দিয়ে তাসবীহ পড়েন। এ অবস্থায় তার ছালাত কি ছহীহ হয়েছে, নাকি পুনরায় আদায় করতে হবে?

উত্তর: এক্ষেত্রে মুক্তাদীর ভুল ধর্তব্য নয়। কেননা ইমামের পিছনে মুক্তাদীর কোনো ভুল হলে সাহু সিজদা দিতে হবে না (আল-ইজমা লি-ইবনে মুনযিরী, পৃ. ৪০)। ছাহাবী শাদ্দাদ বিন আল হাদ রাযিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দীর্ঘ সিজদার কারণে মাথা তুলে ফেলেছিলেন, অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সিজদায় দেখে পুনরায় সিজদায় ফিরে যান (নাসাঈ, হা/১১৪১, ছহীহ)।

প্রশ্নকারী : কবিরুল ফরাজী

গোপালগঞ্জ।


Magazine