কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): ৫০ বছর আগে ৫ হাজার টাকা বাকি মোহরের বিনিময়ে বিবাহ করি। এখন আমি মোহর পরিশোধ করতে চাচ্ছি। তাহলে ৫ হাজার টাকা পরিশোধ করাই যথেষ্ট হবে, নাকি বাজার মূল্য ধরে স্বর্ণ কিংবা জমি-জায়গা দিয়ে মোহর পরিশোধ করতে হবে?

উত্তর: বিবাহের সময়ই মোহর পরিশোধ করার চেষ্টা করতে হবে। কেননা নগদে মোহর দিয়ে বিবাহ করাই উত্তম (ছহীহ বুখারী, হা/৫৮৭১; ছহীহ মুসলিম, হা/১৪২৫)। তারপরও কেউ যদি বাকিতে মোহর রেখে বিবাহ করে পরবর্তীতে পরিশোধ করতে চায়, তাহলে বিবাহের সময় নির্ধারিত মোহর দিলেই তা আদায় হবে, বর্তমান বাজার মূল্যে নয়। সুতরাং প্রশ্নে উল্লিখিত ব্যক্তি মোহর বাবদ ৫ হাজার টাকা পরিশোধ করলেই তা যথেষ্ট হবে, ইনশা-আল্লাহ। তবে খুশিমনে চাইলে বেশি দিতে পারে (ছহীহ বুখারী, হা/২৩৯০)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।


Magazine