কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): কারো যদি ঈমান ভেঙে যায়, তাহলে সে যদি তওবা করে নিজে নিজে ঈমান আনে, তাহলে কি তার ঈমান আনা আল্লাহর কাছে কবুল হবে? নাকি কোনো হুজুরের মাধ্যমে কালিমা পড়তে হবে?

উত্তর: অমুসলিম ইসলাম গ্রহণ করলে কারো মাধ্যমে কালিমা পড়বে। তবে কোনো ব্যক্তি যদি পাপের কারণে ঈমান ভেঙে গেছে মনে করে, তাহলে নিজে নিজে তওবা করে কালিমা পড়ে পুনরায় ইসলাম গ্রহণ করলে তা আল্লাহর কাছে কবুল হবে। হুজুর বা আলেমের সামনে পড়া আবশ্যক নয়। কেননা ঈমান আনয়নের জন্য কারো সামনে কালিমা পড়া বা সাক্ষী রাখা আবশ্যক নয়। তাকে বলতে হবে, ‘আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’ (ফাতওয়া শাবাকা ইসলামিয়্যাহ, ১/৩৮২)। আল্লাহ তাআলা বলেন, ‘তবে যে তওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে, ফলে আল্লাহ তাদের গুনাহসমূহ নেকী দ্বারা পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (আল-ফুরকান, ২৫/৭০)।

প্রশ্নকারী : মো. রনি মিয়া

কিশোরগঞ্জ।

Magazine