উত্তর : সুন্নাহ হলো- তাহাজ্জুদ ছালাত আদায় করার পর বিতর ছালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিতরকে তোমাদের রাতের শেষ ছালাত করবে’ (ছহীহ বুখারী, হা/৯৯৮)। তবে বিতর আদায়ের পরেও (শেষ রাতে) তাহাজ্জুদ পড়তে পারে। কেননা বিতরের পরেও নফল ছালাত পড়া যায়। উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের পরে বসা অবস্থায় সংক্ষিপ্তাকারে দুই রাকাআত ছালাত আদায় করতেন (ইবনু মাজাহ, হা/১১৯৫; মিশকাত, হা/১২৮৪)। উল্লেখ্য যে, এ ক্ষেত্রে পুনরায় বিতর পড়তে হবে না (নাসাঈ, হা/১৬৭৯)। আর এক রাকআত পড়ে আগের এক রাকআতের সাথে মিলিয়ে দু’রাকআতকে সুন্নাত করে দিয়ে আবার এক রাকআত বিতর পড়া যাবে না।
প্রশ্নকারী : আব্দুল মান্নান মিঞা