উত্তর : ছালাতের শুরুতে তাকবীরে তাহরীমার পর ছানা পড়া সুন্নাত। ছালাতে প্রত্যেকটি সুন্নাত গুরুত্বসহকারে আদায় করা জরুরী। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ছালাত শুরু করতেন তখনই ছানা পড়তেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাত শুরু করতেন তখন বলতেন, ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা’। অর্থ : আল্লাহ! আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার প্রশংসা করছি। আপনার নাম বরকতময়। আপনার মর্যাদা সমুন্নত। আপনি ছাড়া কোনো প্রকৃত উপাস্য নাই (আবূ দাঊদ, হা/৭৭৬; নাসাঈ, হা/৮৯৯; মিশকাত, হা/৮১৫)|
উল্লেখ্য যে, ছানা পড়া যেহেতু সুন্নাত তাই কেউ যদি ছানা না পড়ে তাহলে তার ছালাত হয়ে যাবে তবে নেকী কম হবে।
প্রশ্নকারী : সাইফুল ইসলাম