কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : বুখারী-মুসলিম হাদীছ গ্রন্থের রাবী হলেই কি কোনো হাদীছ ছহীহ সাব্যস্ত হবে?

উত্তর: বুখারী ও মুসলিম গ্রন্থদ্বয়ের কোনো রাবী (বর্ণনাকারী) থাকলেই হাদীছ ছহীহ হয়ে যাবে বিষয়টি এমন নয়। বরং হাদীছের সনদের সকল রাবী গ্রহণযোগ্য হতে হবে। আবার বর্ণনাকারীগণ গ্রহণযোগ্য হলেও হাদীছ দুর্বল হতে পারে। কেননা রাবী দোষ মুক্ত হওয়া ছাড়াও হাদীছ দুর্বল হওয়ার প্রকাশ্য অপ্রকাশ্য অনেক কারণ রয়েছে। যেমন: তাদলীস, মুআল্লাক্ব, সনদের মাঝে এক বা একাধিক রাবী বিচ্ছিন্ন হওয়া, শায হওয়া ইত্যাদি। তাই বুখারী ও মুসলিমের রাবী হলেই হাদীছ ছহীহ হবে এমন দাবী সঠিক নয়। বরং একটি হাদীছ গ্রহণযোগ্য হওয়ার জন্য যে সকল শর্ত রয়েছে সব পাওয়া গেলে হাদীছ গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে, বুখারী-মুসলিমে যে সকল হাদীছ রয়েছে তার মধ্যে হাদীছ গ্রহণযোগ্য হওয়ার সকল শর্ত বিদ্যমান থাকাই এই দুই গ্রন্থের সকল হাদীছ সকলের ঐক্য মতে ছহীহ।

 প্রশ্নকারী : ইলিয়াস

কালিগঞ্জ, সাতক্ষীরা।

Magazine