কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : আমার বড় ভাই বিদেশ যাওয়ার সময় তার জন্য আমার বাবা জমি বিক্রি করে ইউরোপে পাঠান। তারপর আমার বাবা মারা যান। আমরা দুই ভাই, তিন বোন। এখন বড় ভাইয়ের কাছে সবাই জমি দাবি করছে, আর ভাইয়ের টাকাও আছে। এই দাবিতে ইসলাম কী বলে?

উত্তর : কোনো ব্যক্তির একাধিক সন্তান থাকলে কোনো এক সন্তানকে কিছু দেওয়া ততক্ষণ জায়েয নয়, যতক্ষণ না তারা সন্তুষ্টচিত্তে তা মেনে নেয়। নু‘মান ইবনু বাশীর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার পিতা তাকে নিয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলেন এবং বললেন, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ? তিনি বললেন, না, তিনি বললেন, ‘তবে তুমি তা ফিরিয়ে নাও’ (ছহীহ বুখারী, হা/২৫৮৬; ছহীহ মুসলিম, হা/১৬২৩)। অন্য বর্ণনাতে রয়েছে, তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু‘মান ইবনু বাশীর রযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করলেন, ‘তোমার সব ছেলেকেই কি এ রকম করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানদের মাঝে সমতা রক্ষা করো’। অতঃপর তিনি ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন (ছহীহ বুখারী, হা/২৫৮৭; ছহীহ মুসলিম, হা/১৬২৩)। সন্তানদেরকে রাজী না করেই এভাবে এক সন্তানকে দান করা আপনার বাবার ঠিক হয়নি। এখন আপনার সেই ভাইয়ের যদি সামর্থ্য থাকে তাহলে তার উচিত হবে সেগুলো ফিরিয়ে দেওয়া এবং সে যতটুকু পাবে ততটুকু গ্রহণ করা উচিত।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম

দাম্মাম, সৌদি আরব।


Magazine