কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : আমি একজনকে তার ফসল নেওয়ার জন্য অগ্রিম টাকা দিয়েছি। ফসল ওঠার পর বাজার মূল্য যা থাকবে তার থেকে কিছু টাকা কম দিয়ে আমি তার কাছ থেকে সেই ফসল নিব। যেমন ১০০০ টাকা মণ হলে আমি তার কাছ থেকে ৮০০ টাকা মণ হিসাবে পাব। এমন লেনদেন কি শরীয়তসম্মত হবে?

উত্তর: এই ধরনের লেনদেনকে ‘বায়এ সালাম’ বলা হয়, যা জয়েয। তবে শর্ত হলো পণ্যের পরিমাপ ও ওযন, সময় এবং দাম নির্ধারিত হতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনাতে আসেন তখন মদীনাবাসী তাদের ফলে দুই ও তিন বছরের মেয়াদে অগ্রিম বেচাকেনা করত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি অগ্রিম বেচাকেনা করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে নির্দিষ্ট মেয়াদে করে (ছহীহ বুখারী, হা/২২৪০)। সুতরাং যদি ফসলের পরিমাণ নির্দিষ্ট হয় এবং দাম নির্ধারিত করা হয় তাহলে এমন লেনদেন বৈধ হবে। আর যদি দাম নির্ধারিত না থাকে, তাহলে এমন লেনদেন বৈধ নয়।

প্রশ্নকারী : একরামুল ইসলাম

ঢাকা।


Magazine