উত্তর: এই ধরনের লেনদেনকে ‘বায়এ সালাম’ বলা হয়, যা জয়েয। তবে শর্ত হলো পণ্যের পরিমাপ ও ওযন, সময় এবং দাম নির্ধারিত হতে হবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনাতে আসেন তখন মদীনাবাসী তাদের ফলে দুই ও তিন বছরের মেয়াদে অগ্রিম বেচাকেনা করত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি অগ্রিম বেচাকেনা করলে সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওজনে নির্দিষ্ট মেয়াদে করে (ছহীহ বুখারী, হা/২২৪০)। সুতরাং যদি ফসলের পরিমাণ নির্দিষ্ট হয় এবং দাম নির্ধারিত করা হয় তাহলে এমন লেনদেন বৈধ হবে। আর যদি দাম নির্ধারিত না থাকে, তাহলে এমন লেনদেন বৈধ নয়।
প্রশ্নকারী : একরামুল ইসলাম
ঢাকা।