কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : একজন পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারবে এই কথাকি ঠিক? না-কি একই সঙ্গে সর্বোচ্চ চারটির বেশি স্ত্রী রাখতে পারবে না এ কথা ঠিক?

উত্তর : একজন পুরুষ একই সঙ্গে চারের অধিক স্ত্রী রাখতে পারবে না এ কথাই ঠিক। তবে কোনো স্ত্রী মারা গেলে বা তালাক দিয়ে দিলে নতুনভাবে আরেক জনকে বিবাহ করতে পারে। অর্থাৎ একই সাথে যেন চারের অধিক স্ত্রী না থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা আশঙ্কা কর যে, (নারী) ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত দুই, তিন কিংবা চার জনকে বিবাহ করো, কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে, তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে’ (আন-নিসা-৪/৪)।

প্রশ্নকারী : ইলিয়াস হোসেন

কালিগঞ্জ, সাতক্ষীরা।


Magazine