উত্তর: বেশি বেশি সন্তান নেওয়া বিবাহের অন্যতম একটি লক্ষ্য ও উদ্দেশ্য। মাকিল ইবনু ইয়াসার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা বিবাহ করো স্বামীভক্তি ও অধিক সন্তান প্রসবকারিণীকে। কেননা (কিয়ামত দিবসে) তোমাদের সংখ্যাধিক্যের গর্ব অন্যান্য উম্মতের উপর বিজয় প্রকাশ করতে চাই’ (আবূ দাঊদ, হা/২০৫০, নাসাঈ, হা/৩২২৭)। এক্ষণে স্ত্রীর স্বাস্থ্যগত ক্ষতির কারণ না থাকলে স্বামী তার স্ত্রীকে সন্তান নিতে বাধ্য করতে পারবেন।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।