উত্তর: ছালাতের ইকামতের জন্য ইমামের সোজাসুজি দাঁড়ানো শর্ত নয় এবং মুয়াযযিনের ইমামের পিছনে দাঁড়ানোর ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা সাব্যস্ত নয়। সুতরাং ইমামের ডানে বামে যেকোনো স্থান থেকে ইকামত দিতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রযিয়াল্লাহু আনহু-কে আযান ও ইকামত দেওয়ার জন্য বলেছেন কিন্তু তার দাঁড়ানোর কোনো স্থান উল্লেখ করেননি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রযিয়াল্লাহু আনহু-কে আযান দিতে নির্দেশ দিলেন। বেলাল রযিয়াল্লাহু আনহু আযান ও ইকামত দিলেন (ছহীহ মুসলিম, হা/১০১৭)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।