কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : ছাদাক্বার মাল গ্রহণকারী কোনো অভাবী ব্যক্তি যদি তার বিবাহে উক্ত মাল থেকে খরচ করে ওয়ালীমার ব্যবস্থা করে তাহলে কি ধনী ব্যক্তিরা তা খেতে পারবে?

উত্তর : এমতাবস্থায় খেতে পারে। কেননা ছাদাক্বার মালের স্থান পরিবর্তন হলে হুকুমও পরিবর্তন হয়ে যায়। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন, তখন চুলায় একটি পাতিলে গোশত রান্না হচ্ছিল। অতঃপর তার সামনে রুটি ও বাড়িতে থাকা তরকারি পরিবেশন করা হলো। তখন তিনি বললেন, গোশতের পাতিল দেখছি না যে? বলা হলো, এগুলো বারীরাকে ছাদাক্বা করা হয়েছে। আর আপনি তো ছাদাক্বা খান না। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটা তার জন্য ছাদাক্বা, কিন্তু আমাদের জন্য হাদিয়া’ (ছহীহ বুখারী, হা/৫০৯৭; ছহীহ মুসলিম, হা/১০৭৪)। তাই ছাদাক্বার মাল নিয়ে বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হলে সেই অনুষ্ঠানে ধনীদের খেতে কোনো বাধা নেই।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine