উত্তর : ছিয়াম অবস্থায় ওযূ বা গোসল করার সময় কুলি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। লাকীত ইবনু সাবিরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ভালোভাবে ওযূ কর ও আঙুলের ফাঁকা স্থানে খিলাল করো, ছিয়াম পালনকারী না হলে নাকে পূর্ণমাত্রায় পানি প্রবেশ করাও’ (আবূ দাঊদ, হা/১৪২; মিশকাত, হা/৪০২)। তবে কোনো কারণবসত যদি অনিচ্ছায় নাক বা মুখের মাধ্যমে সামান্য পানি চলে যায় তাহলেও তাতে ছিয়াম হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ‘তবে যে কাজ তোমরা ইচ্ছাকৃত করো (ইচ্ছাকৃত হলে গুনাহ এবং শাস্তি হবে)’ (আল-আহযাব, ৩৩/৫)।
আক্বিমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।