কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : নিজের বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি?

উত্তর : না, নিজের বোনের মেয়ের মেয়েকে বিয়ে করা যাবে না। কারণ সে মাহরামের অন্তর্ভুক্ত (আন-নিসা, ৪/২৩)। তাছাড়া বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন, তাদের কন্যা এবং এ ধারাগুলি যত নিম্নের হোক না কেন তাদের বিয়ে করা হারাম (ফৎহুল ক্বাদীর, ১/৪৪৫)।

প্রশ্নকারী : ওয়াহিদুল ইসলাম

পশ্চিমবঙ্গ।

Magazine