উত্তর : যেই বাড়িতে স্বামী মারা যাবে, মহিলাকে সেই বাড়িতেই চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। কেননা ফুরাইআহ বিনতু মালিক ইবনু সিনান রযিয়াল্লাহু আনহা-এর স্বামী মারা যাওয়ার পরে তিনি তার পিতার বাড়িতে ফিরে যেতে চাইলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ‘তুমি ইদ্দত শেষ হওয়া পর্যন্ত তোমার (স্বামীর) ঘরেই অবস্থান করো’। ফুরাইআহ রযিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি সেখানে চার মাস দশ দিন অতিবাহিত করলাম (আবূ দাঊদ, হা/২৩০০; তিরমিযী, হা/১২০৪)। সুতরাং চেষ্টা করতে হবে, সেই বাড়িতেই ইদ্দত পালন করার। তবে যদি কোনো মহিলা নিজের নিরাপত্তার বিষয়ে আশঙ্কা করে বা কেউ তার দেখাশোনা করার মতো না থাকে, তাহলে সে অন্য স্থানেও ইদ্দত পালন করতে পারবে (ছহীহ মুসলিম, হা/১৪৮০)।
প্রশ্নকারী : তোরাব
উত্তরা, ঢাকা