উত্তর: হালালভাবে যবেহকৃত মুরগির গলার ভিতরের সাদা রগ এবং শিং মাছের সাদা রগ খাওয়া বৈধ। কেননা শরীআতে এগুলো হারাম হওয়ার কোনো দলীল নেই। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আমার প্রতি যা অহী করা হয়েছে, তাতে আহারকারী যা আহার করে তার মাঝে আমি কোনো বস্তু হারাম পাই না- মৃত জীব, প্রবাহিত রক্ত, শূকরের মাংস ছাড়া’ (আল-আনআম, ৬/১৪৫)। তবে কেউ যদি কোনো হালাল কিছু না খায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
প্রশ্নকারী : বুশরা
ঢাকা।