কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): ছালাত ভঙ্গের কারণ কয়টি ও কী কী?

উত্তর: বিভিন্ন কারণে ছালাত ভঙ্গ হতে পার- ১. ছালাতের মাঝে খাওয়া কিংবা পান করা (আল-আওসাত্ব, ৩/২৪৯)। ২. ছালাতের প্রয়োজন ব্যতীত কোনো কথা বলা (ছহীহ বুখারী, হা/৪৫৩৪)। ৩. রুকনগুলোকে আগে-পরে করা (ছহীহ বুখারী, হা/৩৭৮)। ৪. অট্টহাসি দেওয়া (সুনানে দারাকুত্বনী, হা/৬৫১)। ৫. ওযূ নষ্ট হয়ে যাওয়া (ছহীহ বুখারী, হা/১৩৫)। ৬. ছালাতের কোনো রুকন বা শর্ত ছেড়ে দেওয়া। যেমন- রুকূ, সিজদা (ছহীহ বুখারী, হা/৭৫৭)। ৭. ইচ্ছাকৃতভাবে কোনো রুকন অতিরিক্ত করা। যেমন- রুকূ করা (মিনহাজুস সুন্নাহ, ৫/২০০)।

আব্দুস সালাম

রাজিবপুর, কুড়িগ্রাম।


Magazine