উত্তর: বিপদ মুক্তির আমলগুলো নিম্নে উল্লেখ করা হলো- (১) অসচ্ছল ব্যক্তির অসচ্ছলতা দূরীভূত করা (মুসনাদে আহমাদ, হা/৪৭৪৯)। (২) আল্লাহর কাছে সাহায্য কামনা করা (আছ-ছফফাত, ৭৬)। (৩) কতিপয় দুআ ও যিকির করা- (ক) لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَرَبُّ العرش العظيم) (খ) اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرَفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْت (গ) اللَّهُ اللَّهُ رَبِّي، لَا أُشْرِكُ بِهِ شَيْئًا ইত্যাদি (ছহীহ বুখারী, হা/৫৯৮৫; আবূ দাউদ, হা/৫০৯০; ৩৮৮২)।
প্রশ্নকারী : নাজমুস সাকিব
বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত।