উত্তর: স্বামী যদি বলে ‘আমি তোমাকে তালাক দিলাম’ তালাকের সংখ্যা উল্লেখ করুক বা না করক এক তালাক হয়ে যাবে, সেটি SMS এর মাধ্যমে হোক বা সামনাসামনি বলুক। তালাকের পরে যদি স্ত্রীকে ফিরিয়ে নেয় অথবা ফিরিয়ে নেয়ার নিয়্যাতে সহবাস করে বা জড়িয়ে ধরে তাহলে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বিধান সাব্যস্ত হবে। যেমনটা প্রশ্নকারীর ক্ষেত্রে ঘটেছে। তবে তালাক দিয়েছি বা দিবো এই ধরনের কথার দ্বারা তালাক হবে না। কেননা এই কথাগুলো দ্বারা অতীত কর্ম বা ভবিষ্যৎ কর্ম সম্পর্কে সংবাদ দেয়া হয়। তালাক দেয়ার জন্য নিকটবর্তী অতীতকাল সূচক শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাকে তালাক দিলাম এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। আর যদি তিন মাসিক পার হয়ে গেলেও ফিরিয়ে না নেয় এবং নতুনভাবে আর তালাক না দেয়, তাহলে তিন মাসিক পরে সেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে নতুনভাবে বিবাহ করার মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। তবে পরবর্তী জীবনে এই এক তালাক বলবত থাকবে।
প্রশ্নকারী : মোস্তাক আহমেদ
মুন্সিগঞ্জ।