কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): ইমামকে রুকূতে পেলেও কি ছানা পড়তে হবে? আমি যদি নিশ্চিত হই যে ছানা পড়লে আমার রাকআত ছুটে যাবে তখন করণীয় কী?

উত্তর: ইমামকে রুকূ অবস্থায় পেলে তাকবীরে তাহরীমা দিয়ে ছানা না পড়েই ইমামের সাথে রুকূতে শরীক হবে। কেননা একদা মুআয রাযিয়াল্লাহু আনহুমা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আমি আপনাকে যে অবস্থায় পাব, তারই তো অনুসরণ করি। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘মুআয তোমাদের জন্য একটি সুন্নাত নির্ধারণ করেছে। তোমরাও সেরূপ করবে’ (আবূ দাঊদ, হা/৫০৬)।

প্রশ্নকারী : শাহ আলম

ঢাকা।


Magazine