কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : শিরকের গুনাহর ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে কী?

উত্তর : মৃত্যুর পূর্বে ক্ষমা চাইলে ক্ষমা হবে না এমন কোনো পাপ নেই। বরং খালেছ অন্তরে আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ বলেন, বল! হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো- আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু (আয-যুমার, ৩৯/৫৩)। আর মৃত্যুর পর আল্লাহ চাইলে বান্দার সকল পাপ ক্ষমা করে দিবেন তবে, শিরকের পাপ ক্ষমা করবেন না। এমর্মে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশী স্থাপনকারীকে ক্ষমা করবেন না ইহা ছাড়া অন্য সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যে কেহ আল্লাহর অংশী স্থির করে সে এক মহা অপবাদ আরোপ করল’ (আন-নিসা, ৪/৪৮)। শিরক থেকে বাঁচার জন্য শিরক সম্পর্কে জেনে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহর নিকট দু‘আ করতে হবে। শিরক থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দু‘আটি পড়া যায়-

أَللهم إنِّيْ أَعُوْذُ بِك أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُك لِمَا لَا   أَعْلَمُ ‘আল্লাহুম্মা ইন্নি আউযু-বিকা আন উশরিকা বিকা, ওয়া আনা আ‘লামু ওয়া আসতাগফিরুকা লেমা লা-আ‘লামু’ অর্থাৎ, ‘হে আল্লাহ! আমি জেনে বুঝে তোমার সাথে কোন কিছুকে শরীক করা থেকে তোমরা নিকট আশ্রয় চাচ্ছি এবং তেমার নিকট ক্ষমা চাচ্ছি ঐ পাপ থেকে যা না জেনে করি বা করবো’ (ইমাম বুখারী, আল-আদাবুল মুফরাদ হা/৭১৬, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : সিজান বিন জহরুল

পলাশবাড়ী, গাইবান্ধা।


Magazine