কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : সাদা এবং সবুজ রং এর পাত্রে পানি পান করা কি নিষেধ?

উত্তর: স্বর্ণ ও রৌপ্যের তৈরি পাত্র ছাড়া সকল প্রকারের ও রংয়ের পাত্র ব্যবহার করা জায়েয। হুযাইফা ইবনু ইয়ামান রযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে শুনেছি। তিনি বলেছেন, ‘তোমরা রেশমি কাপড় ও রেশমি বস্ত্র পরিধান করো না এবং স্বর্ণ ও রৌপ্যের তৈরি পাত্রে পান করো না। এমনকি এসব পাত্রে খাবারও খেয়ো না। কেননা, এগুলো দুনিয়াতে কাফেরদের জন্য, আর পরকালে আমাদের (ঈমানদারদের) জন্য’ (ছহীহ বুখারী, হা/৫৪২৬)। অন্যত্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি রৌপ্যের তৈরি পাত্রে কোন কিছু পান করে সে যেন তার পেটে-টগবগ করা জাহান্নামের আগুন প্রবেশ করায়’ (ছহীহ বুখারী, হা/৫৩১১; ছহীহ মুসলিম, হা/২০৬৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ হারাম হওয়ার পরে ছাহাবীগণ মদ তৈরির সবুজ, কালো রংয়ের পাত্রগুলোতে নাবীয তৈরি করতো তাই তাদেরকে সেসব পাত্রে নাবীয তৈরি করতে নিষেধ করেন। সেটা পানি পান করার ক্ষেত্রে নিষেধ নয়। কেননা পরবর্তীতে পাত্রগুলো ব্যবহার করার ব্যাপারে অনুমতি দেওয়া হয় (ছহীহ বুখারী, কিতাবুল আশরিবা, অধ্যায়-৭)।

 প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine