কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : যে ব্যক্তি নড়াচড়া করতে পারে না, সে কীভাবে তায়াম্মুম করবে?

উত্তর: যে ব্যক্তি নড়াচড়া করতে পারে না, তাকে কেউ তায়াম্মুম করিয়ে দিবে। আর যদি তায়াম্মুম করানোর মতো কোনো ব্যক্তি না থাকে তাহলে তায়াম্মুমের নিয়ত করে ছালাত আদায় করবে। কেননা সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল (ছহীহ বুখারী, হা/১)। আল্লাহ তাআলা বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ ‘তোমরা সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো’ (আত-তাগাবুন ১৬)। তিনি আরো বলেন, ‘আল্লাহ কারো উপর তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না’ (আল-বাক্বারা, ২৮৬)।

প্রশ্নকারী : মোরাসালীন

ঢাকা।

 

Magazine