কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): ঈদের দিনের সকালের সুন্নাতী আমলসমূহ কী কী?

উত্তর: ঈদের দিনে সকালের কতিপয় সুন্নাতী আমল নিম্নরূপ: প্রথমত, ঈদুল ফিতরের দিনে ঈদের ছালাতে বের হওয়ার আগে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে যাবে। পক্ষান্তরে ঈদুল আযহার দিনে না খেয়ে যাবে এবং ছালাতের পর নিজ কুরবানীর গোশত বা কলিজা বা অন্য কিছু দিয়ে নাশতা করবে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে (ঈদগাহে) বের হতেন (ছহীহ বুখারী, হা/৯৫৩)। বুরায়দা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না এবং ঈদুল আযহার দিন ছালাত আদায় না করা পর্যন্ত কিছু খেতেন না (ছহীহ তিরমিযী, হা/৫৪২; ইবনু মাজাহ, হা/১৭৫৪)। দ্বিতীয়ত, ঈদুল ফিতরের দিন ঈদগাহে বের হওয়ার পর থেকে ছালাত শেষ না হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করবে। আর ঈদুল আযহার ৯ যিলহজ্জ আরাফার দিন ফজর হতে ১৩ যিলহজ্জ আছর ছালাতের পর পর্যন্ত নারী-পুরুষ তাকবীর পাঠ করবে। তবে নারীরা নিম্নস্বরে তাকবীর পাঠ করবে (মুছান্নাফ ইবনু আবী শায়বা, ২/৭১-৭২; ইরওয়া, ৩/১২১)। তৃতীয়ত, রাস্তা পরিবর্তন করবে অর্থাৎ ঈদগাহে যে রাস্তায় যাবে, তা ব্যতীত ভিন্ন রাস্তায় প্রত্যাবর্তন করবে (ছহীহ বুখারী, হা/৯৮৬)।

প্রশ্নকারী : আরিফুল ইসলাম

ময়মনসিংহ।


Magazine