কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা যিলযালকে কুরআনের অর্ধেক বলেছেন, সূরা ইখলাসকে কুরআনের এক-তৃতীয়াংশ এবং সূরা কাফিরূনকে কুরআনের এক-চতুর্থাংশ বলেছেন। এই বর্ণনাটি কী ছহীহ?

উত্তর: সূরা যিলযালের ফযীলতের অংশটুকু ছহীহ নয়, বাকি অংশ ছহীহ। এ ব্যাপারে বর্ণনাটি হলো, ইবনু আব্বাস h হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সূরা ইযা যুলযিলাত কুরআনের অর্ধেকের সমান, কুল হুওয়াল্লাহু আহাদ এক-তৃতীয়াংশের সমান এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরূন এক-চতুর্থাংশের সমান (তিরমিযী, হা/২৮৯৪)।

প্রশ্নকারী : গোলাম রাব্বি

বরিশাল।

Magazine