কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ফরয ছালাত আদায় করা অবস্থাতে বাবা, মা বা স্বামী যদি দরজা খোলার জন্য বাইরে থেকে ডাকে, তাহলে তাদের ডাকে সাড়া দিয়ে দরজা খোলার জন্য ছালাত ভঙ্গ করা যাবে কি?

উত্তর : ফরয ছালাত আদায় করা অবস্থায় কেউ যদি তাকে ডাকে, তাহলে ছালাত ভঙ্গ করে তার ডাকে সাড়া দিবে না, বরং ছালাত চালিয়ে যাবে। আর এক্ষেত্রে তার জন্য ছালাত হালকা করাও শরীআতসম্মত হবে। আবূ কাতাদাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি অনেক সময় দীর্ঘ করে ছালাত আদায়ের ইচ্ছা নিয়ে দাঁড়াই। কিন্তু শিশুর কান্নাকাটি শুনে ছালাত সংক্ষেপ করি, তার মায়ের কষ্ট হওয়ার আশঙ্কায়’ (ছহীহ বুখারী, হা/৭০৭)। তবে যদি একান্ত প্রয়োজন হয়, যেমন কোনো ব্যক্তি মারা যাচ্ছে বা পুড়ে যাচ্ছে ইত্যাদি কোনো জরুরী প্রয়োজন দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে ছালাত ছেড়ে দিতে পারবে (আবূ দাঊদ, হা/৯২১)।

প্রশ্নকারী : রাবিয়া খাতুন

রাজশাহী।


Magazine