কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : শরীর চর্চার জন্য ক্রিকেট, ফুটবল খেলা যাবে কি?

উত্তর : ক্রিকেট, ফুটবল বা এ জাতীয় খেলা কিছু শর্তের ভিত্তিতে তা খেলা যেতে পারে। শর্তগুলো হলো, (ক) জুয়া ‍মুক্ত হওয়া। (খ) আল্লাহর যিকর-আযকার, ছালাত, ছিয়াম ইত্যাদি থেকে ব্যক্তিকে ব্যস্ত রাখবে না। (গ) সতর আলগা করা, নারী-পুরুষ একাকার হয়ে যাওয়া, ঢাক-ঢোল, গান-বাজনা, বাদ্যযন্ত্র, পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি শরীয়ত নিষিদ্ধ কোন বিষয় সেগুলোতে থাকবে না। (ঘ) হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ ইত্যাদি থেকে মুক্ত থাকবে এবং সেগুলোতে শারীরিক ও মানসিক কোন ক্ষতি থাকবে না। (ঙ) সময় ও অর্থ অপচয় হওয়া যাবে না (ফৎওয়া-লাজনা দায়েমা, ১৫/১৯৪, ২৩৯ পৃ.)। তবে, এসব শ্রমনির্ভর খেলা যদি শরীর চর্চা, শারীরিক ও মানসিক বিকাশ, রোগ-বালাই নাশ ইত্যাদি উদ্দেশ্যে হয়, তাহলে সেগুলো জায়েয; বরং মুস্তাহাব (ফৎওয়া রাসায়েলুশ-শায়খ মুহাম্মাদ ইবনু ইবরাহীম, ৮/১১৮ পৃ.)।

প্রশ্নকারী : শিহাব

ময়মনসিংহ।


Magazine