উত্তর: ছালাতে সুতরা গ্রহণ করা সুন্নাত (আবূ দাঊদ, হা/৬৯৮; ইবনু মাজাহ, হা/৯৫৪)। সুতরাং প্রত্যেক মুছল্লীর উচিত হবে ছালাতের জন্য সুতরা গ্রহণ করা। তবে ছালাত আদায়কারী যদি সুতরা গ্রহণ না করে, তাহলে উক্ত অবস্থায় তার সিজদার জায়গা থেকে এক ছাগল চলাচলের জায়গা বাদ দিয়ে তৎপরবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে (ছহীহ বুখারী, হা/৪৯৬; ছহীহ মুসলিম, হা/৫০৮)। পক্ষান্তরে এই দূরত্বের মধ্য দিয়ে পার হওয়া জায়েয নয়। তারপরও কোনো ব্যক্তি যদি পার হয় তবুও ছালাত ভঙ্গ হবে না। তবে যে ব্যক্তি পার হবে সে গুনাহগার হবে।
প্রশ্নকারী :আব্দুল আহাদ
চাঁপাই নবাবগঞ্জ।