উত্তর : ছালাতে চার স্থানে রাফউল ইয়াদাইন করতে হয়। ১. তাকবীরে তাহরীমার সময়, ২. রুকূতে যাওয়ার সময়, ৩. রুকূ থেকে উঠার সময়, ৪. দ্বিতীয় রাকআত শেষ করে তৃতীয় রাকআতের জন্য দাঁড়ানোর সময়। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু যখন ছালাতে প্রবেশ করতেন, তখন তাকবীর দিতেন এবং রাফউল ইয়াদাইন করতেন, যখন রুকূ করতেন, তখন রাফউল ইয়াদাইন করতেন, যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতেন, তখন রাফউল ইয়াদাইন করতেন এবং যখন দুই রাকআত থেকে (দুই রাকআত শেষ করে তৃতীয় রাকআতের জন্য) দাঁড়াতেন, তখন রাফউল ইয়াদাইন করতেন (ছহীহ বুখারী, হা/৭৩৯)। এই হাদীছের আলোকে আপনাকে রাফউল ইয়াদাইন করতে হবে না। যেহেতু আপনি দ্বিতীয় রাকআতের জন্য দাঁড়িয়েছেন।
প্রশ্নকারী : জাকির
ঢাকা।