কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : হিন্দুদের বাড়ীতে ছালাত আদায় করলে ছালাত হবে কি?

উত্তর : স্থান পবিত্র হলে এবং সামনে কোন ছবি, মূর্তি না থাকলে অমুসলিমদের বাড়ীতে ছালাত আদায় করা যায়। কেননা ছালাতের নিষিদ্ধ স্থানগুলো হল, (১) কবরস্থান (২) গোসলখানা (৩) উট বাঁধার স্থান ও (৪) অপবিত্র স্থান। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যমীন সর্বত্রই মসজিদ, কবরস্থান ও গোসলখানা ব্যতীত (আবুদাঊদ, হা/৪৯২; তিরমিযী, হা/৩১৭; মিশকাত, হা/৭৩৭)। অন্য হাদীছে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বাঁধার স্থানে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (তিরমিযী, হা/৩৪৮; মিশকাত, হা/৭৩৯)। উল্লেখ্য যে, মন্দিরের চত্বরেও ছালাত আদায় করা যায়, যদি সেখানে কোন ছবি ও মূর্তি না থাকে। ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা তোমাদের গীর্জায় ছালাত আদায় করি না এজন্য যে, সেখানে মূর্তি থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহু এমন গীর্জায় ছালাত আদায় করেছেন, যেখানে কোন ছবি বা মূর্তি ছিল না’(ছহীহ বুখারী, ১/৬২ পৃঃ ‘গীর্জায় ছালাত আদায় করা’ অনুচ্ছেদ)। তবে এর অর্থ এটা নয় যে, গীর্জা বা মন্দিরকে মসজিদ বানিয়ে নিতে হবে। কেননা স্থায়ীভাবে কোন স্থানকে মসজিদ হিসাবে গ্রহণ করতে গেলে ঐ স্থানটিকে মসজিদের নামে ওয়াকফ্ করতে হবে (নাসাঈ, হা/৩৩৭২-৭৩)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine