কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : “আল্লাহুমা ছল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ” এটা কি কোনো দরুদ?

উত্তর : প্রশ্নোল্লিখিত দরূদটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর শেখানো কোনো দরূদ নয়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেখানো উত্তম দরূদ হলো দরূদে ইবরাহীম যা আমরা ছালাতে পাঠ করে থাকি। আব্দুর রাহমান ইবনু আবূ লায়লা রহিমাহুল্লাহ বর্ণনা করেন, একবার আমার সঙ্গে কা’ব ইবনু উজরা রযিয়াল্লাহু আনহু-এর সাক্ষাত হলো। তিনি বললেন, আমি কি তোমাকে একটি হাদিয়া দেব না। তা হল এই যে, একদিন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন, তখন আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে কেমন করে সালাম দেব, আমরা আপনার উপর দরূদ কীভাবে পড়ব? তিনি বললেন, তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ (ছহীহ বুখারী, হা/৩৩৭০; ছহীহ মুসলিম, হা/৪০৫)। অত্র দরূদটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর শেখানো দরূদ। সুতরাং দরূদ হিসাবে এটি পড়াই উত্তম। হাদীছে ইহা ব্যতীত ভিন্ন শব্দ দ্বারাও দরূদ সাব্যস্ত হয়েছে- যেমন: السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ (ছহীহ বুখারী, হা/৮৩১)। সুতরাং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর শেখানো পদ্ধতিতে দরূদ পড়া উচিত। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন (ছহীহ মুসলিম, হা/৪০৮; মিশকাত, হা/৯২১)।

প্রশ্নকারী : ফারজানা শেখ রিমকি

দিনাজপুর।


Magazine