কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): পানি ব্যতীত অন্যান্য তরল পদার্থ দাঁড়িয়ে পান করার বিধান আছে কি?

উত্তর: পানি এবং অন্যান্য তরল পদার্থসহ যেকোনো খাবার বসে খাওয়াই সুন্নাত। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/২০২৪-২০২৫)। তবে কেউ দাঁড়িয়ে পান করলেও তাতে কোনো গুনাহ হবে না (শারহ মুসলিম, আন-নববী, ১৩/১৯৫)। তবে যমযমের পানি পান করার বিষয়টি ভিন্ন। কেননা হাদীছে বর্ণিত হয়েছে যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাঁড়িয়ে যমযমের পানি পান করেছেন (ছহীহ বুখারী, হা/১৬৩৭; ছহীহ মুসলিম, হা/২০২৭)।

প্রশ্নকারী : সাকিব আহম্মেদ

বাসাইল, টাঙ্গাইল


Magazine