কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : কেউ যখন পাপ কাজে লিপ্ত থাকে (যেমন ধূমপান, কেরাম, লুডু ইত্যাদি) সে অবস্থায় কি তাকে সালাম দেওয়া যাবে?

উত্তর: সালাম দেওয়ার নিষিদ্ধ কোনো সময় নেই। সুতরাং পরিচিত হোক কিংবা অপরিচিত সকলকে সালাম দিতে হবে। তাই পাপিষ্ট মুমিনকেও সালাম দেওয়া যাবে। আব্দুল্লাহ ইবনু ’আমর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিজ্ঞেস করল, ইসলামে কোন আমলটি উত্তম? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘অপরকে খাবার খাওয়াবে এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেবে (ছহীহ বুখারী, হা/১৬; ছহীহ মুসলিম, হা/৬৩)। এমনকি মুমিন ও কাফের এক সঙ্গে থাকলেও সালাম দেওয়ার বিধান আছে। উসামা ইবনু যায়েদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাবেশের নিকট দিয়ে গমন করলেন যেখানে মুসলিম ও মুশরিক তথা পৌত্তলিক ও ইয়াহূদী সম্প্রদায়ের লোক ছিল তিনি তাদেরকে সালাম দিলেন (বুখারী, হা/৬২৫৪; মুসলিম, হা/২১৬৫ ১০; মিশকাত, হা/৪৬৩৯)।

প্রশ্নকারী : নাহিদ আলি

চারঘাট, রাজশাহী।


Magazine