উত্তর: ‘আমরা রাসূলের গোলাম’ একথা বলা যাবে না। কেননা সকল মানুষ আল্লাহর গোলাম। গোলাম অর্থ দাস, বান্দা। মানুষ সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামী বা দাসত্ব করার জন্য; অন্য কারো নয়। সুতরাং মানুষ একমাত্র আল্লাহর দাস বা গোলাম। আল্লাহ তাআলা বলেন, ‘আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে, তারা কেবল আমার ইবাদত করবে’ (আয-যারিয়াত, ৫১/৫৬)। সুতরাং এমন শব্দ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে ব্যবহার করা যাবে না, যা শিরকের দিকে নিয়ে যায়। উল্লেখ্য যে, গোলাম মোস্তফা, গোলামে রাসূল, গোলামে নবী, আব্দুন নবী ইত্যাদি নাম রাখা শরীআতে বৈধ নয়। এমন নাম রাখা হলে তা পরিবর্তন করতে হবে।
প্রশ্নকারী : সাইফুল ইসলাম
আশুলিয়া, ঢাকা।