উত্তর : কেউ করো মাধ্যমে কারো নিকট সালাম পাঠাতে চাইলে সালাম পাঠাতে পারে। ইসলামী শরীআতে এটা জায়েয। গালেব বলেন, আমরা হাসান বাছরীর দরজার নিকট বসা ছিলাম। হঠাৎ একজন লোক এসে বলল, আমার পিতা আমার নিকট আমার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে আমার পিতা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠালেন এবং বললেন, তাঁর কাছে যাও। গিয়ে আমার পক্ষ থেকে তাঁকে সালাম জানাবে। তিনি বলেন, অতঃপর আমি তাঁর নিকট গিয়ে বললাম, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন। তখন তিনি বললেন,
عَلَيْكَ وَعَلٰى أَبِيْكَ السَّلَامُ
‘আলায়কা ওয়া আলা আবি কাস- সালাম’ অর্থাৎ তোমার উপর ও তোমার পিতার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক! (আবূ দাঊদ, হা/৫২৩১; মিশকাত, হা/৪৬৫৫)। এই হাদীছ থেকে বুঝা যায় যে, কারো মাধ্যমে কারো নিকট সালাম প্রেরণ করা যায়। আর এর পদ্ধতি হলো যার মাধ্যমে সালাম পাঠানো হচ্ছে সে বলবে, অমুক আপনাকে সালাম দিয়েছেন। তখন যাকে সালাম প্রদান করা হয়েছে সে সালামের উত্তর উল্লিখিত বাক্য দ্বারা প্রদান করবে।
প্রশ্নকারী : সিয়াম
জয়পুরহাট।