কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : ছগীরা গুনাহ মাফ হওয়ার আমলসমূহ কী কী?

উত্তর : ছগীরা গুনাহ ক্ষমা হওয়ার ব্যাপারে কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা বেশ কিছু আমল প্রমাণিত হয়। যেমন, ক. পাঁচ ওয়াক্ত ছালাত। খ. জুমআর ছালাত (এক জুমআ হতে অপর জুমআর ছালাত এর মাঝের ছগীরা গুনাহের জন্য কাফফারা স্বরুপ)। গ. রামাযানের ছিয়াম (এক রামাযান হতে অপর রামাযানের ছিয়াম পুরো এক বছরের ছগীরা গুনাহের কাফফারাস্বরূপ) (ছহীহ বুখারী, হা/৫৭৪; ছহীহ মুসলিম, হা/২৩৩)। ঘ. ৩৩ বার سُبْحَانَ (আল্লাহ পরম পবিত্র), ৩৩ বার الْحَمْدُ لِلهِ (সকল প্রশংসা আল্লাহর জন্য), ৩৩ বার اَللهُ أَكْبرُ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) এবং ১০০ বার পূরণের জন্য একবারلاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহূ লা-শারীকা লাহু লাহুল মুল্কু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা-কুল্লি শাইয়িং ক্বদীর) পাঠ করা। (ছহীহ মুসলিম, হা/৫৯৭; মিশকাত, হা/৯৬৭)। ঙ. অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযূ করা, মসজিদে আসার জন্য বেশি বেশি পদচারণা করা, এক ছালাত হতে অপর ছালাতের জন্য প্রতিক্ষা করা (ছহীহ মুসলিম, হা/২৫১; মিশকাত, ২৮২)। চ. আরাফার দিনে ছিয়াম পালন করা (ছহীহ মুসলিম, হা/১১৬২; মিশকাত, হা/২০৪৪)। ছ. ফরয হজ্জ পালন করা (ছহীহ বুখারী, হা/১৮১৯; নাসাঈ, হা/২৬২৭)। জ. পাপ কাজ ঘটে গেলে সাথে সাথে ভালো আমল করা (হূদ, ১১/১১৪)। উল্লেখ্য যে, কাবীরা-ছগীরা সকল গুনাহ তওবা করলে ক্ষমা হয়ে যায় (আয-যুমার, ৩৯/৫৩)। অতএব আমাদের উচিত পাপ ছোট হোক বা বড় হোক, পাপ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে তওবা করা।

প্রশ্নকারী : মুনজিলা বিনতে আব্দুল মজীদ

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine