কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): পাঁচ ওয়াক্ত ছালাতের মধ্যে কেউ যদি এক ওয়াক্ত ছালাত ইচ্ছাকৃত ত্যাগ করে, তাহলে কি সে পুরোপুরি কাফের হয়ে যাবে? স্বামী-স্ত্রীর মধ্যে যদি এরকম হয়, তাহলে কি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে? স্বামী-স্ত্রীর মধ্যে একজন এরকম করলে করণীয় কী?

উত্তর: ইচ্ছা করে ছালাত ত্যাগ করা দুই ধরনের- ১. ছালাতকে অস্বীকার করা। এসময় মানুষ মুরতাদ হয়ে যাবে এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ২. শয়তানের প্ররোচনায় পড়ে ছালাত আদায় করে না। ছালাতের কথা বললে বলে, পড়ব। এমতাবস্থায় সে বড় পাপী হবে এবং আল্লাহর যিম্মা তার উপর থেকে উঠে যাবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইচ্ছা করে ছালাত পরিত্যাগ করবে না। তা করলে আল্লাহর যিম্মাদারী উঠে যাবে’ (ইবনু মাজাহ, হা/৪০৩৪)।

প্রশ্নকারী : নজরুল ইসলাম।


Magazine