উত্তর : মেয়ে রাজি না থাকলে কারো সাথে জোর করে বিয়ে দেওয়া শরীআত সম্মত নয়। যেহেতু মহানবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অকুমারীর পরামর্শ বা জবানী অনুমতি না নিয়ে এবং কুমারীর সম্মতি না নিয়ে তাদের বিবাহ দেওয়া যাবে না। আর কুমারীর সম্মতি হলো চুপ থাকা’ (ছহীহ বুখারী, হা/৫১৩৬; ছহীহ মুসলিম, হা/১৪১৯)। সুতরাং এমনটি করা সেই ব্যক্তির জন্য জায়েয হবে না। আর যদি জোর করে বিবাহ দিয়েও দেয়, তাহলে বিবাহের পরে সেই বিবাহ বলবৎ রাখা বা না রাখার পূর্ণ ইখতিয়ার থাকবে সেই মেয়ের জন্য (আবূ দাঊদ, হা/২০৯৬)।
প্রশ্নকারী : আমীর হোসেন
দিনাজপুর।