কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আমি যদি বিদেশে যাই তাহলে আমার পিতা সূদের উপর ঋণ নিয়ে আমাকে বিদেশ পাঠাবে। আবার আমি বিদেশ থেকে টাকা পাঠালে ঋণ পরিশোধের জন্য আমার পিতা ঐ সূদযুক্ত ঋণ পরিশোধ করবে। আমার প্রশ্ন হলো এই কাজগুলো হলে আমার কি সূদের পাপ হবে না-কি শুধু আমার পিতার হবে? না-কি দুজনেরই হবে?

উত্তর : এই অবস্থায় পিতা-পুত্র দুজনেই পাপী হবে। এর মধ্যে পুত্রই মূলত আসল পাপী হবে। কারণ পিতা ঋণ করলেও তা মূলত পুত্রের জন্যই ঋণ নেওয়া। আর পিতা সহযোগিতার কারণে পাপী হবে। কারণ মন্দ কাজে সহযোগিতা করাও মন্দ (আল মায়েদা, ৫/২)। আর সূদের উপর টাকা নিয়ে বিদেশ না যাওয়ায় ভালো। দেশে অল্প আয়ের হালাল কাজ করে ডাল-ভাত খেয়ে জীবনধারণ করাই শ্রেয়।

প্রশ্নকারী : আল আমিন

সাভার।


Magazine