উত্তর : এই অবস্থায় পিতা-পুত্র দুজনেই পাপী হবে। এর মধ্যে পুত্রই মূলত আসল পাপী হবে। কারণ পিতা ঋণ করলেও তা মূলত পুত্রের জন্যই ঋণ নেওয়া। আর পিতা সহযোগিতার কারণে পাপী হবে। কারণ মন্দ কাজে সহযোগিতা করাও মন্দ (আল মায়েদা, ৫/২)। আর সূদের উপর টাকা নিয়ে বিদেশ না যাওয়ায় ভালো। দেশে অল্প আয়ের হালাল কাজ করে ডাল-ভাত খেয়ে জীবনধারণ করাই শ্রেয়।
প্রশ্নকারী : আল আমিন
সাভার।