কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : সহশিক্ষা আছে এমন কলেজে পর্দা করে মেয়েরা পড়াশোনা করতে পারবে কি? যেমন- মেডিকেল কলেজ। আবার নারী পুরুষ একসাথে চাকরি করে এমন স্থানে মেয়েরা পর্দা করে চাকরি করতে পারবে কি?

উত্তর : প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের একসাথে পড়াশুনা বা চাকরি করা সম্পূর্ণরূপে শরীআতবিরোধী কাজ। এছাড়াও এটি মানুষের স্বভাব ধর্মের বিরোধী এবং পারস্পরিক নীতিবোধের জন্য চরম ক্ষতিকর। বর্তমান প্রজন্মের মধ্যে অশ্লীলতা প্রসারের অন্যতম প্রধান মাধ্যম হলো প্রচলিত সহশিক্ষা ব্যবস্থা। অতএব সর্বতোভাবে একে পরিহার করার চেষ্টা করতে হবে। আর ছেলে মেয়েদের আলাদা আলাদা প্রতিষ্ঠান করার জন্য সর্বতোভাবে চেষ্টা করতে হবে। মহান আল্লাহ বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ ‘তোমরা যথাসম্ভব আল্লাহর তাক্বওয়া অবলম্বন করো’ (আত-তাগাবুন, ৬৪/১৬)।

প্রশ্নকারী : শরীফ

ফরিদপুর।


Magazine