কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে রক্ত দেয়, তাহলে সেই মহিলাকে বিবাহ করা কি তার জন্য হারাম হয়ে যাবে?

উত্তর : যেসব কারণে মাহরাম সাব্যস্ত হয় এবং সূরা নিসার ২৩ নম্বর আয়াতে যাদেরকে মাহরাম বলা হয়েছে, রক্ত দেওয়া বা নেওয়া সেগুলোর অন্তর্ভুক্ত নয়। তাই এর মাধ্যমে মাহরাম সাব্যস্ত হয় না। সুতরাং কেউ কাউকে রক্ত দিলে বা কারো থেকে রক্ত নিলে সে তার জন্য মাহরাম হয়ে যাবে না এবং তাকে বিবাহ করাও তার জন্য হারাম হবে না (ফাতওয়া নূরুন আলাদ দারব ইবনু বাব, ২০/২৮৫-২৮৬)।

প্রশ্নকারী : আদনান হোসেন

ফরিদপুর।


Magazine