কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : এশার ছালাতের পরপরই তারাবীহর ছালাত শুরু করা যাবে কি?

উত্তর : রাতের ছালাত বা তাহাজ্জুদ ছালাতের সময় শুরু হয় এশার ছালাতের পরেই। অতএব কোনো মসজিদে এশার ছালাত আদায় হয়ে গেলে রাতের ছালাত তথা তাহাজ্জুদ বা তারাবীহর ছালাত শুরু করতে পারে। তাতে কোনো বাধা-নিষেধ নেই। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন দিন জামাআতে তারাবীহর ছালাত আদায় করেছিলেন, তার শুরুটা ছিল এশার ছালাতের পর থেকে (মুসনাদে আহমাদ, হা/২৬৩৫০, ৬/২৬৭, সনদ ছহীহ)। জাবের ইবনু আবদুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘তোমাদের কেউ যদি শেষ রাতে জাগতে পারবে না বলে আশঙ্কা করে, তাহলে বিতর ছালাত আদায় করে ঘুমাবে। আর যার শেষ রাতে জাগতে পারার আত্মবিশ্বাস বা নিশ্চয়তা আছে, সে শেষ রাতে বিতর আদায় করবে। কেননা শেষ রাতের কুরআন পাঠে মালায়িকাহ উপস্থিত থাকে। আর এটা সর্বাপেক্ষা উত্তমও বটে’ (ছহীহ মুসলিম, হা/৭৫৫)। 

-আব্দুছ ছাত্তার

মহব্বতপুর, রাজশাহী।


Magazine