উত্তর : গোশত খাওয়ার আশায় এই পদ্ধতিতে কুরবানী দেওয়া যাবে না। কেননা ইখলাছে ত্রুটি থাকলে ইবাদত গ্রহণযোগ্য হয় না (আল-বাইয়্যেনা, ৯৮/৫; ছহীহ মুসলিম, হা/২৫৬৪)। স্মর্তব্য, পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী করলেই কুরবানীর হক্ব আদায় হয়ে যায়। তো একটি কুরবানীর মাধ্যমে তা আদায় হয়ে গেছে। এখন ভাগে কুরবানীর বিশুদ্ধতার ব্যাপারে যেহেতু বিদ্বানদের মাঝে ভিন্নমত রয়েছে, তাই ভাগে কুরবানী দিতে চাইলে সেক্ষেত্রে গোশত খাওয়ার নিয়্যত না করে বরং কুরবানীরই নিয়্যত করবে।
প্রশ্নকারী : রফীক আহমাদ
সাতমাথা, বগুড়া।