কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ইসলামী শরীয়তে শবে মিরাজ উপলক্ষে বিশেষ ছালাত ও ছিয়ামের ভিত্তি কতটুকু?

উত্তরশবে মিরাজ উপলক্ষে বিশেষ কোনো ছালাত বা ছিয়াম পালনের ফযীলত সম্পর্কে বর্ণিত হাদীছ জাল ও বিত্তিহীন। কেননা এ দিনে ছিয়াম পালন ও ছালাত আদায়ের কোনো বিধান রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায় না। তাই তা বিদআত। যদি থাকতো তাহলে তিনি নিজে তা করতেন বা বলে যেতেন। সুতরাং যার প্রমাণ ইসলামী শরীআতে নেই তা বিদআত বলে বিবেচিত হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করল যা তার মধ্যে নেই তা পরিত্যাজ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

বরিশাল।

 

Magazine