কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : আমি পান চাষ করে জীবিকা নির্বাহ করি। আমার প্রশ্ন হলো পান চাষ করা কি হালাল?

উত্তর : মুআমালাত তথা লেনদেন ও দুনিয়াবী বিষয়াদির ক্ষেত্রে মূলনীতি হলো, যেগুলোর হারাম হওয়ার দলীল আছে সেগুলো ছাড়া বাকী সবকিছু হালাল। আল্লাহ তাআলা বলেন, وَقَدْ ‌فَصَّلَ ‌لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ ‘আর তিনি তোমাদের উপর যা হারাম করেছেন তা তোমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন’ (আল-আন‘আম, ৬/১১৯)। পান হারাম হওয়ার বিষয়ে যেহেতু কোনো কিছু বর্ণিত হয়নি এবং স্বতন্ত্রভাবে পানের মধ্যে কোনো মাদকতা নেই, তাই পান চাষ করাতে কোনো বাধা নেই।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম

বাগমারা, রাজশাহী।


Magazine