কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : তায়াম্মুম করার পর কোন দু‘আ পড়তে হয়?

উত্তর : ওযূর স্থালাভিষিক্ত হলো তায়াম্মুম। অতএব ওযূ শেষে যে দু‘আ পড়তে হয় তায়াম্মুম শেষেও সে দু‘আ পড়বে। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি পূর্ণভাবে ওযূ করবে ও কালেমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। যেটা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। দু’আটি হলো-

اَشْهَدُ اَنْ لَا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ اَللهم إجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَإجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ.

উচ্চারণ : আশহাদু আল-লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহু ওয়া রাসূলুহু। আল্লা-হুম্মাজ্‘আল্নী মিনাত্ তাউয়াবীনা ওয়াজ্‘আল্নী মিনাল মুতাত্বাহ্হিরীন। অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তিনি একক ও শরীকবিহীন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন (ছহীহ মুসলিম, হা/২৩৪; তিরমিযী, হা/৫৫; ইরওয়াউল গালীল, হা/৯৬, সনদ ছহীহ; মিশকাত, হা/২৮৯)।

 প্রশ্নকারী : আহসানুল্লাহ বিন আজাদ

মহাদেবপুর, নওগাঁ।


Magazine