কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : আযীযুল নামে ডাকলে কি অসুবিধা হবে? আরঅসুবিধাহলে করণীয় কী?

উত্তর: আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে অন্যতম হলো আযীয বা মহাপরাক্রমশালী। সেজন্য উত্তম হলো, আব্দুল আযীয নাম রাখা। কিন্তু কেউ যদি তার সন্তানের নাম আযীয রাখে, তাহলে তাতেও কোন সমস্যা নেই। কেননা পবিত্র কুরআনে ইউসূফ আলাইহিস সালাম-এর সময়ের বাদশাহকে আযীয বলে উল্লেখ করা হয়েছে (ইউসূফ, ১২/৫১)। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আযীয, রহীম, রউফ বলে সম্বোধন করেছেন (আত-তাওবাহ, ৯/১২৮)। সেক্ষেত্রে আল্লাহর নামের অর্থে যেমন ব্যাপকতা থাকবে, বান্দাহর নামে তেমন ব্যাপকতা থাকবে না।

প্রশ্নকারী : আযীযুল

গাইবান্ধা।


Magazine