কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : নিঃসন্তান দম্পতিকে স্থায়ীভাবে সন্তান দিয়ে দেওয়া কি জায়েয? এমন সন্তান কি ঐ দম্পতিকে আব্বা-আম্মা বলে সম্ভোধন করতে পারবে?

উত্তর : কারো সন্তান অন্যের হাতে স্থায়ীভাবে দেওয়া বৈধ নয়; বরং তাকে প্রতিপালন করার উদ্দেশ্যে নিতে পারে অথবা ইয়াতিমের লালনপালনে সহযোগিতাস্বরূপ নিতে পারে। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু হারেছাকে ছোট কালে লালনপালন করার দায়িত্ব নিয়েছিলেন। এ ব্যাপারে শরীআতে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী, ‘আমি এবং ইয়াতীমের লালনপালনকারী জান্নাতে এমনভাবে থাকব এ কথা বলে তিনি তাঁর মধ্যমা ও তর্জনী আঙুলির দিকে ইশারা করলেন’ (সিলসিলা ছহীহা, হা/৮০০; শুআবুল ঈমান, হা/১১০২৬)। এসব সন্তানদের ক্ষেত্রে নিয়ম হলো যে, নিজেদের পরিচয় না দিয়ে; বরং তাদের মূল পিতা-মাতার পরিচয় দেওয়া। আল্লাহর বাণী, ‘তোমরা তাদের তাদের পিতাদের পরিচয়ে ডাকো। এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত’ (আল-আহযাব, ৩৩/৫)। এমতাবস্থায় প্রকৃত পিতা-মাতা হিসাবে স্বীকৃতি না দিয়ে সম্মানার্থে আব্বা-আম্মা বলা যায়। তবে জন্মনিবন্ধন, আইডি কার্ড, সার্টিফিকেট ইত্যাদিতে নিজের পিতার নামই দিতে হবে। এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা ভালো যে, তারা যখন বালেগ-বালেগা হবে তখন তাদের সাথে পর্দা করতে হবে এবং তারা সম্পদের ক্ষেত্রে উত্তরাধিকারী হবে না। তবে অছিয়ত বা দানমূলক কিছু দেওয়া যেতে পারে।

-আব্দুর রহমান

মোল্লাহাট, বাগেরহাট।

Magazine