উত্তর: হ্যাঁ, ছোট নাপাকী অবস্থাতে কুরআন তেলাওয়াত করা যাবে। আর এই বিষয়ে আলেমগণের মাঝে কোন মতভেদ নেই। তবে উত্তম হলো, পবিত্র অবস্থাতেই কুরআন পাঠ করা (আল মাজমূ, ২/১৬৩)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায়ই আল্লাহর যিকর করতেন (ছহীহ মুসলিম, হা/৩৭৩)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি আমার খালা মাইমূনাহ g -এর কাছে রাত কাটিয়েছিলাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারবর্গের সঙ্গে কিছুক্ষণ আলাপ-আলোচনা করে শুয়ে পড়লেন। তারপর রাত্রির শেষ তৃতীয়াংশে তিনি উঠলেন এবং আসমানের দিকে তাকিয়ে পাঠ করলেন-إِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَاٰيَاتٍ لِأُوْلِي الْأَلْبَابِ এরপর দাঁড়ালেন এবং উযূ করে মিসওয়াক করে এগার রাক’আত ছালাত আদায় করলেন। (ছহীহ বুখারী, হা/৪৫৬৯)।
প্রশ্নকারী : মোহাম্মদ ইউনুছ
ঢাকা।