কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : ওযূ ছাড়া কুরআন তেলাওয়াত করা যাবে কি? দয়া করে জানাবেন।

উত্তরহ্যাঁ, ছোট নাপাকী অবস্থাতে কুরআন তেলাওয়াত করা যাবে। আর এই বিষয়ে আলেমগণের মাঝে কোন মতভেদ নেই। তবে উত্তম হলো, পবিত্র অবস্থাতেই কুরআন পাঠ করা (আল মাজমূ, ২/১৬৩)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায়ই আল্লাহর যিকর করতেন (ছহীহ মুসলিম, হা/৩৭৩)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি আমার খালা মাইমূনাহ g -এর কাছে রাত কাটিয়েছিলাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারবর্গের সঙ্গে কিছুক্ষণ আলাপ-আলোচনা করে শুয়ে পড়লেন। তারপর রাত্রির শেষ তৃতীয়াংশে তিনি উঠলেন এবং আসমানের দিকে তাকিয়ে পাঠ করলেন-إِنَّ فِيْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَاٰيَاتٍ لِأُوْلِي الْأَلْبَابِ এরপর দাঁড়ালেন এবং উযূ করে মিসওয়াক করে এগার রাক’আত ছালাত আদায় করলেন। (ছহীহ বুখারী, হা/৪৫৬৯)।

প্রশ্নকারী :  মোহাম্মদ ইউনুছ

ঢাকা।


Magazine